ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং বিশেষায়িত শাখা। ফিজিও / ফিজিক্যাল (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিও থেরাপি বা ফিজিক্যাল থেরাপি চিকিৎসার সৃষ্টি। ফিজিও থেরাপির মাধ্যমে মাংসপেশী, জয়েন্ট ও নার্ভের রোগের চিকিৎসা করা হয়। একজন ফিজিও থেরাপি চিকিৎসক স্বাধীনভাবে রোগীর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন, বাত-ব্যাথা, আঘাত জনিত ব্যাথা প্যারালাইসিস, প্রতিবন্ধী ব্যক্তিদের রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
কারা ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে বিবেচিত হবেনঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেট নির্দেশনা অনুযারী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ হতে পেশাগত স্নাতক ফিজিও থেরাপি ডিগ্রি প্রাপ্তগণ ফিজিওথেরাপিস্ট এবং সম্পূর্ণ স্বাধীন চিকিৎসা পেশাজিবী।
মন্তিকের বিকাশজনিত সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকাঃ
অটিজম মস্তিক্কের স্বাভীবিক বিকাশের এইরূপ একটি জটিল গ্রতিবন্ধকতা যা শিশুর জন্মের এক বৎসর ছয় মাস হতে তিন বংসরের মধ্যে প্রকাশ পায়। এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোন সমস্যা বা ক্রটি থাকে না এবং তাদের চেহারা ও অবয়ব অন্যানা সুস্থ ও স্বাভীবিক মানুষের মতই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছবি আকা, গান করা, কম্পিউটার চালনা বা গাণিতিক সমস্যাসহ অনেক জটিল বিষয়ে এই ধরনের ব্যক্তিরা বিশেষ দক্ষতা প্রদর্শন করে থাকে।